![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/27/5b7e52132449a51e1e35880d2e5e21aa-6268d7ccabdc3.jpg)
পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া
পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পিজিএনআইজিকে জানিয়েছে, বুধবার থেকে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পিজিএনআইজি গ্যাসের বেশির ভাগ অংশই গ্যাজপ্রম থেকে আমদানি করে।