![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F22c84771-cfab-4414-a169-cf04af8d97c8%252Fldp.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
অলির এলডিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: এলডিপি মহাসচিব
প্রথম আলো
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ১৯:১১
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদের বক্তব্যকে ‘ধৃষ্টতাপূর্ণ’ বলেছেন এলডিপির আরেক অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেছেন, ২০ দলীয় জোটে থেকেও নির্বাচনকালীন জাতীয় সরকারের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির উচিত অলি আহমদের এলডিপির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।
আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন।