ভারতে বিদ্যুৎস্পৃষ্টে ১১ জনের মৃত্যু
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে মন্দির থেকে বের হওয়া একটি ধর্মীয় শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
আজ বুধবার সকালে রাজ্যের থাঞ্জাবুর জেলার একটি মন্দির থেকে বের হওয়া ধর্মীয় শোভাযাত্রার গাড়ি উচ্চগতির একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে।