ও কি প্রেম করছে?

প্রথম আলো প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ১৫:১৫

সদ্য কলেজে ভর্তি হয়েছে জাবেদ (ছদ্মনাম)। মা-বাবা খেয়াল করলেন, ইদানীং সে কেমন যেন আনমনা থাকে। আগে সে বাবা-মায়ের উপস্থিতিতেই টেলিফোনে কথা বলত, এখন বেশির ভাগ সময় আলাদা ঘরে গিয়ে ফিসফিস করে কথা বলে। বাসায় ফেরে দেরি করে। আগের চাইতে একটু ফিটফাট হয়ে আর সুগন্ধি মেখে বাইরে যায়। মা-বাবা চিন্তায় পড়ে গেলেন। তাঁদের সন্তান কি প্রেমে পড়েছে?


জাবেদের মতো বয়সী কিশোর বা কিশোরীদের নিয়ে মা-বাবা এমনিতেই চিন্তায় থাকেন। এসব চিন্তার মধ্যে একটা বড় চিন্তা হচ্ছে কার সঙ্গে না জানি সম্পর্কে জড়িয়ে পড়ে। যেকোনো ধরনের প্রেম বা আবেগীয় সম্পর্ককে বাবা-মায়েরা ভয় পান। তাঁরা সন্তানকে কঠোর শাসন করেন, মুঠোফোন কেড়ে নেন, ঘরে আটকে রাখেন, কখনো সন্তানের বিশেষ বন্ধু বা বান্ধবীটিকে শাসন বা তাদের বাবা-মাকে নালিশ পর্যন্ত করেন। কেউ কেউ দু ঘা বসিয়েও দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও