![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F27%2Fdownload-adfb7d4e8efbfd1e56be34cc0af1521f.jpg%3Fjadewits_media_id%3D788989)
নির্ধারিত সময়েই চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন
চট্টগ্রাম-কক্সবাজার রুটের কাঙ্ক্ষিত রেললাইনটি কবে নাগাদ চালু হবে তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। রেললাইনটি ঠিক কবে চালু হবে তা সুনির্দিষ্ট করে জানা না গেলেও নির্ধারিত সময়ের মধ্যেই এটি চালু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০২৩ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একবছর সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়।
জানা গেছে, ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার এবং রামু-ঘুমধুম পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার, রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটক পরিবহন ছাড়াও কম খরচে মাছ, লবণ, কাগজের কাঁচামাল, বনজ ও কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা যাবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রেললাইন
- রেললাইন স্থাপন