‘পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিং’ সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক
দেশের কৃষিখাত ও নিত্যপ্রয়োজনীয় খাতসমূহের আমদানি কার্যক্রমকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে আমদানি পরবর্তী অর্থায়ন তথা 'পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিং (পিআইএফ)' আরও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র সৃষ্টির তারিখ থেকে পরবর্তী ২১০ দিনের মধ্যে পিআইএফ করতে হবে। যদিও আগে নীতিমালা অনুযায়ী ১৮০ দিনের মধ্যে অর্থায়ন করতে হতো।
গত রবিবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার ইস্যু করেছে। এছাড়া কৃষিখাতের আমদানিকৃত পণ্য যেমন সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি এবং প্রাণিজ খাতের আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে অনধিক ১৮০ দিনের মধ্যে অর্থায়ন করতে পারবে। যদিও আগে বিস্তারিত নির্দেশনা ছিল না।
একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ক্ষেত্রে যেমন: চাল, ডাল, পেঁয়াজ, রসুন, মসলা, ভোজ্যতেল ইত্যাদি প্রদত্ত অর্থায়ন ঋণপত্র খোলার তারিখ হতে অনধিক ৯০ দিনের চেয়ে বেশি হবে না। যা আগেও অনধিক ৯০ দিন ছিল।