গলা ব্যথা, ঠান্ডা লাগলে কি কলা খাওয়া বারণ?

eisamay.com প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ২২:২২

গরম বাড়ছে। এমন তীব্র দাবদাহে মানুষের সমস্যার শেষ নেই। বাড়ির বাইরে পা রাখলেই মানুষ ঘেমে নেয়ে স্নান। মাথা থেকে পায়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে ঘাম। গলা শুকাচ্ছে। এই পরিস্থিতিতে একটু ঠান্ডার খোঁজ করছে মানুষ। তবে বৃষ্টির আশা এখন নেই। ফলে মানুষকে নিজের মতো করেই খুঁজে নিতে হচ্ছে শীতল অনুভূতি। এক্ষেত্রে ট্রেন, বাস ডিঙিয়ে অফিস গিয়ে সোজা এসিতে বা বাড়িতে ফিরে সোজা ফ্রিজের ঠান্ডা জলপান চলছে। আর এমন সময়ই দেখা দিচ্ছে সমস্যা। এক্ষেত্রে গলা ব্যথা থেকে শুরু করে অনেক সমস্যা দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক।


এবার গলা ব্যথার (Throat Sore) সমস্যায় মানুষ হামেশাই ভোগেন। এমনকী ঠান্ডা লাগার সমস্যাও দেখা যায়। তবে এই ধরনের সমস্যা দেখা দেওয়ার পর মানুষ তথাকথিত কিছু নিয়ম মেনে চলেন। এক্ষেত্রে অনেকেই ঠান্ডা লাগার পর খেতে চান না কলা। এমনকী কাশি (Cough) হলেও কলা খাওয়া বন্ধ করে দেন। এবার মানুষের মধ্যে এই বিষয়টির রয়েছে চল। কিন্তু আদৌ কি কলা খাওয়া ছাড়ার কোনও যুক্তি রয়েছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও