ইউক্রেনের কর্মকাণ্ডে বিড়ম্বনায় জাপান
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাসী একটা জিনিস দেখছে, দেশটির সরকার তাদের প্রয়োজনীয় অস্ত্রের জন্য বিশ্ব দরবারে ক্রমাগত ভিক্ষা চাইছে। শুধু ভিক্ষা চাওয়া নয়, দেশটির দাবি, ‘আমাদের আকাশকে বিমান চলাচলমুক্ত করে দাও’। কিন্তু চাইলেই ভিক্ষা পাওয়া যায় না। পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র ভিক্ষা না পেলে কী হবে, সেটা অবশ্য প্রকাশ্যে বলছেন না ইউক্রেনের নেতারা। আমরা ধরে নিতেই পারি, অস্ত্র ভিক্ষা না পেলে তারা শিষ্টাচার ভুলে যেকোনো কিছু করতে পারে।
ইউক্রেন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড তেমনই ইঙ্গিত দেয়। শিষ্টাচারপূর্ণ আচরণ বলতে আমরা যা বুঝি, দেশটি তা নিয়ে মোটেও চিন্তিত নয়। বিশ্বের মোড়ল রাষ্ট্র পাশে থাকায় দেশটির নেতারা হয়তো ধরে নিয়েছেন যে, তাঁরা এখন যেমন খুশি আচরণ করতে পারার মতো বলবান।