ভারতে ৬ বছর বয়সীরাও টিকার আওতায়

প্রথম আলো ভারত প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ২১:৫০

কোভিডের চতুর্থ ঢেউ মারাত্মক হয়ে ওঠার আগেই ৬ থেকে ১২ বছর বয়সীদের টিকা প্রদানের অনুমতি দিল ভারত সরকার। ভারতের ড্রাগস অ্যান্ড কন্ট্রোলার জেনারেল (ডিজিসিআই) জরুরি ভিত্তিতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা এই বয়সের শিশুদের দেওয়ার অনুমতি দিয়েছে। টিকাসংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়।


ভারতে কোভিডের চতুর্থ ঢেউ একটু একটু করে ছড়াতে শুরু করেছে। তবে এখনো মারাত্মক আকার ধারণ করেনি। চতুর্থ ঢেউয়ে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে কোনো কোনো দেশের খবর। এর আগে গত ডিসেম্বর মাসে ১২ বছর বয়সীদের কোভ্যাক্স টিকাদানের অনুমতি দেওয়া হয়েছিল। এবার ছয় বছর বয়সীদের কোভ্যাক্স ও কোভ্যাক্সিন দুই টিকার আওতাতেই নিয়ে আসা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও