কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাঁচা আমের দুই পদ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ২১:২৩

কাঁচা আমের মৌসুম চলছে। লবণ, মরিচ ও সরষের তেল মাখিয়ে আমভর্তা খাওয়া, আচার তৈরি, শরবত তৈরি আর ডালে দেওয়া ছাড়াও কাঁচা আম দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পানীয়। কাঁচা আম দিয়ে তৈরি দুটি রেসিপি থাকছে আজকের আয়োজনে।



উপকরণ
তিন কাপ ঝুরি করা কাঁচা আম, পানি ও টক দই দেড় কাপ করে, দুই টেবিল চামচ চিনি, এক চা-চামচ করে বিটলবণ, ধনেপাতাবাটা, লেবুর রস, ধনে ও জিরাগুঁড়ো, কাঁচা মরিচকুচি দুটি, এক টেবিল চামচ পুদিনাপাতাবাটা, এক চিমটি গোলমরিচের গুঁড়ো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও