শ্রীলঙ্কায় অর্থ রাখলে মিলবে ‘গোল্ডেন ভিসা’
চরম অর্থসংকটের মধ্যে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়াতে দীর্ঘমেয়াদী ভিসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে অথবা বাড়ি কিনলে দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি পাবেন বিদেশিরা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কায় ন্যূনতম এক লাখ মার্কিন ডলার (৮৬ লাখ ৫৬ হাজার টাকা প্রায়) ডিপোজিট করলে গোল্ডেন প্যারাডাইজ ভিসা প্রোগ্রামের আওতায় বিদেশিরা দ্বীপরাষ্ট্রটিতে ১০ বছর বসবাস ও কাজের অনুমতি পাবেন। তবে শর্ত হলো- তারা যতদিন শ্রীলঙ্কায় থাকবেন, ততদিন ন্যূনতম ওই অর্থ স্থানীয় কোনো ব্যাংকে জমা রাখতে হবে।