You have reached your daily news limit

Please log in to continue


এমবাপ্পে-রামোসরাও লুডু খেলেন

জীবনে লুডু খেলেনি, এ কথা কোনো বাঙালি বলতে পারবেন? একবার হলেও কাগজের ওই বোর্ডে ছয়ের আশায় ছক্কা ছুড়ে মারেননি কে? ইদানীং অবশ্য কষ্ট করে গুটি নাড়াচাড়া বা ছক্কা ছুড়ে মারতেও হয় না। এখন মুঠোফোন গেমস হিসেবেই খেলা যায় লুডু। বাংলাদেশ ও ভারতে রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই খেলা। এ গেমস খেলতে খেলতে ভিনদেশি নারীর বাংলাদেশি বধূ হওয়ার ঘটনাও শোনা গেছে। লুডু গেমস খেলতে খেলতে একটি চলচ্চিত্রে কাহিনি বলতে শোনা গেছে বলিউডে।

লুডু জ্বরে যে শুধু উপমহাদেশ আক্রান্ত, তা নয়। গত শনিবার রাতে লিগ আঁ শিরোপা পুনরুদ্ধার করেছে পিএসজি। ঘরের মাঠে লাঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করেই নিজেদের দশম লিগ শিরোপা নিশ্চিত করেছে প্যারিসের দলটি। চার ম্যাচ হাতে রেখেই এখন পরের মৌসুম নিয়ে ভাবতে শুরু করতে পারছে প্যারিসের হর্তাকর্তারা। তো, এমন এক ম্যাচের প্রস্তুতি কীভাবে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে-সের্হিও রামোসরা? লুডু খেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন