![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F625c84b9-a430-4f27-8765-7bd30fe5dd9b%252Fcourt_01.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন, প্রথম স্ত্রীকে হত্যার মামলা চলমান
শাহীন মণ্ডলের (৩৬) বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলা বিচারাধীন। এ অবস্থায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
নাটোরের সিনিয়র দায়রা জজ শরীফ উদ্দীন আজ মঙ্গলবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। শাহীন মণ্ডল নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদরের কালিকাপুর গ্রামের রইচ উদ্দিন মণ্ডলের ছেলে।