কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
শুরু হলো ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো এই উৎসবের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। হাজির ছিল প্রায় গোটা টলিউড। এ বছর সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তি। সেই উপলক্ষে গান ও নাচের মধ্য দিয়ে বিশেষ সম্মান জানানো হয় তাকে।
বাংলা সিনেমার জয়জয়কার বিশ্বজুড়ে। কোনও অংশেই কম নয় টলিউডের ছবি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এলো বাংলা সিনেমার গৌরবের কথাই। তার কথায়, ‘বাংলা সিনেমা জৌলুস হারায়নি। বাংলা চলচ্চিত্র বিশ্ব সেরা। তবে একটাই বিষয় আমরা তেমন ব্র্যান্ডিং পাই না।’
বলিউডের প্রসঙ্গ তুলে এদিন মমতা জানান, ‘বলিউডের অনেক অর্থ রয়েছে। অনেকেই বলিউডের সিনেমা অর্থ লগ্নি করে। বাংলায় এটা খুবই কম হয়। প্রচুর মানুষ সিনেমা দেখে, প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও অর্থনীতি তৈরি হয়। শুধু সিনেমা কেন, টেলি ধারাবাহিকও অর্থনীতিকে এগিয়ে দিচ্ছে। কত মানুষ দেখছে, কত মানুষ আনন্দ পাচ্ছে। শত্রুঘ্নকে অনুরোধ করব, বলিউডের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে।’