যুক্তরাষ্ট্রে আরেকটি বড় হামলার পরিকল্পনা করেছিলেন লাদেন
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার কিছুদিনের মধ্যেই আরেকটি বড় হামলার পরিকল্পনা করছিলেন আল–কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেন। কিন্তু ৯/১১ নামে পরিচিত ওই হামলার পর যুক্তরাষ্ট্র কঠোর নিরাপত্তা পদক্ষেপ নেওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি বিন লাদেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বিষয়ে লাদেনের ধারণা ভুল ছিল।
যুক্তরাষ্ট্রের বেসরকারি টেলিভিশন সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১ হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপনে অভিযান চালিয়ে ওই হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে হত্যা করেন যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলের সদস্যরা।