উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ছুড়ে সরাল পুলিশ
ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে দুই পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশ টিয়ারশেল মেরে জসীমউদ্দিন-আজমপুর সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার তাপস কুমার সাহা জানান, সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণখানের ‘ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড’ এবং ‘ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড’ নামে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক জসীমউদ্দীন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।