কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হেঁশেলে হুমা ম

এর আগে মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ভূমিকায় অভিনয় করে হুমা কুরেশি সবাইকে চমকে দিয়েছিলেন। এবার তিনি ভারতের প্রথম ‘হোম শেফ’ তরলা দলালের ভূমিকায় আসছেন হুমা। প্রযোজক রনি স্ক্রুওয়ালা, অশ্বিনী আইয়ার তিওয়ারি আর নিতীশ তিওয়ারি ভারতের খ্যাতনামা হোম শেফ তরলা দলালের ওপর ছবি বানাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন পরিচালক পীযুষ গুপ্তা। তরলার জীবনের ওপর নির্মিত এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি হুমা। তিনি এই ছবির হাত ধরে ছোটবেলায় পৌঁছে গেছেন বলে জানিয়েছেন।

‘তরলা’ ছবির প্রসঙ্গে হুমা বলেছেন, ‘তরলা দলাল আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছেন। আমার মায়ের রান্নাঘরে তরলার লেখা রান্নার এক বই সব সময় থাকত। মা সেই বই দেখে আমাকে টিফিনের জন্য হরেক রকম খাবার রান্না করে দিতেন। এ সম্পর্কে আরেকটা কথাও আমার স্পষ্ট মনে আছে। মা একবার তরলার আম–আইসক্রিমের রেসিপি বানাচ্ছিলেন। আর আমি তখন মাকে এ ব্যাপারে সাহায্য করেছিলাম। এই ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আমি আমার ছোটবেলার সুন্দর স্মৃতিগুলো আবার স্পর্শ করতে পারলাম। আর তাই আমি রণি, নিতীন আর অশ্বিনীর কাছে কৃতজ্ঞ। এই প্রেরণাদায়ী চরিত্রে অভিনয় করার জন্য আমার প্রতি তাঁরা আস্থা রেখেছেন, এটা অনেক বড় ব্যাপার।’

তরলা দলাল ঘরোয়া আর নিরামিষ রান্নার পরিভাষা বদলে দিয়েছিলেন। একজন ভিন্ন পেশার নারী হয়েও তিনি হেঁশেলে নিজের জাদু দেখিয়েছিলেন। কত সহজ উপায়ে কত বাহারি পদ রান্না করা যায়, তা তরলা দলালের রান্নার বইয়ের পাতা ওলটালে দেখা যাবে। রন্ধনের ক্ষেত্রে প্রথম ভারতীয় হিসেবে ২০০৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন