নাইজেরিয়ায় বেআইনি শোধনাগারে বিস্ফোরণ, মৃত ১১০
উত্তরপূর্ব নাইজেরিয়ায় বেআইনি তেল শোধনাগারে বিস্ফোরণে ১১০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
গত শুক্রবার গভীর রাতে এই বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, রিভার্স ও ইমোর মাঝামাঝি জায়গায় এই বেআইনি শোধনাগারটি ছিল।
ওই অঞ্চলে ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট কমিটি(এনইএমএ)-র প্রধান সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, প্রথমে ৮০ জন মানুষের মৃত্যুর খবর এসেছিল। পরে গুরুতর আহত অনেকে মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রচুর মানুষ এখনো হাসপাতালে ভর্তি। তাদের শরীরের অনেকটাই পুড়ে গেছে।
মৃতদের মধ্যে যাদের শরীর ভয়ংকরভাবে পুড়ে গেছে, তাদের চেনার কোনো উপায় নেই। তাদের গণকবর দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কেন এই বিস্ফোরণ?
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে অশোধিত তেল পরিশোধনের সময় তা হতে পারে। কারণ, তখন আগুন ব্যবহার করা হয়।
নাইজেরিয়ার ন্যাশনাল অয়েল স্পিল ডিটেকশন ও রেসপন্স এজেন্সির ডিরেক্টর জেনারেল ইদ্রিস মুসা জানিয়েছেন, তদন্ত চলছে।