দৌলতদিয়ায় উভয় দিকের যানবাহনের চাপ, গরমে হাঁসফাঁস অবস্থা
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উভয় দিকের যানবাহনের চাপ পড়ছে। এতে মাঝেমধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ঘাট এলাকার প্রধান সড়ক। বিশেষ করে রাজধানী থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ বেশি রয়েছে। এ অবস্থায় প্রচণ্ড গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা ঢাকামুখী বিভিন্ন পরিবহনের কর্মী ও যাত্রীদের।
মাত্র ৩০ মিনিটের নৌপথ পাড়ি দিতে পণ্যবাহী গাড়িগুলোকে ১৫ থেকে ১৬ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। আর দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পচনশীল পণ্যের গাড়িগুলো সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টার আগে ফেরিতে উঠতে পারছে না।