দুই শিশুকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা
পারিবারিক কলহের জের ধরে দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা সাহিদা বেগম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশের কাছে দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নম্বর পুনর্বাসন এলাকা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের সাহিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।