সিরামিকের পাত্র ভালো রাখতে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৯:০২
সাধারণত সিরামিকের পাত্র, যেমন প্লেট, বাটি, চামচ ইত্যাদি যত্ন করে তুলে রাখা হয়। অতিথি এলে এসব পাত্রে খেতে দেওয়া হয়। এ জন্য ব্যবহারের পর সিরামিকের পাত্রের যত্ন নিতে হয়। নয়তো দাগ পড়ে নষ্ট হয়ে যাবে।
ব্যবহারের পর সিরামিকের মাত্র তরল সাবান ও স্পঞ্জের সাহায্যে পরিষ্কার করে নিন।
সাবান-পানিতে পরিষ্কার করার পর নরম সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। নয়তো পানির দাগ পড়ে যাবে।
ব্যবহারের পর সিরামিকের পাত্র তুলে রাখতে দুটি প্লেটের মাঝে পাতলা ফোম অথবা পেপার দিয়ে নিন। এতে সহজে ভেঙে যাওয়ার ভয় থাকবে না।