You have reached your daily news limit

Please log in to continue


Dev-Rukmini: ‘কিশমিশ’-এর সেটে ১৭ বছর ধরে সুপারস্টার দেবের একটাই কথা, ‘আমাকে শেখাও’ : রুক্মিণী

১৭ বছর ধরে ‘সুপারস্টার’-এর তকমা তাঁর নামে পাশে। সেই অভিনেতা ‘কিশমিশ’-এর সেটে নাকি একটাই কথা আউড়েছেন, ‘‘আমাকে শেখাও!’’ বিশ্বাসযোগ্য? কিন্তু এটাই ঘোর বাস্তব। শনিবারের আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অ-জানা কথা’য় এমনই তথ্য সামনে এনেছেন রুক্মিণী মৈত্র।

তাঁর দাবি, শেখার তাগিদ এখনও প্রবল দেব অধিকারীর। তাই এই প্রজন্মের কাছেও জনপ্রিয় তিনি! ছ’টি ছবির নায়িকার থেকে এত বড় শংসাপত্র পেয়ে দেবের কী অনুভূতি? হাসিতে লজ্জা আর তৃপ্তি একাকার।

এটাই সাংসদ-তারকা দেব। ২০১৫-য় আলাপ। ২০১৩ থেকে দেবের ছবির নিয়মিত দর্শক রুক্মিণী। তাঁর দেখা প্রথম ছবি ‘বুনো হাঁস’। তখন থেকে ‘চাঁদের পাহাড়’, ‘জুলফিকর’, ‘গোলন্দাজ’, ‘টনিক’ হয়ে ‘কিশমিশ’-- অভিনেতার ক্রমাগত নিজেকে ভাঙাগড়ার সাক্ষী নায়িকা। নিজেদের অভিনীত ছ’টি ছবি তো আছেই। বিশেষ করে ষষ্ঠ ছবি অর্থাৎ ‘কিশমিশ’-এ ছিপছিপে শরীরে, চলনে বলনে কথনে দেব নিজেকে কলেজ পড়ুয়া প্রমাণ করে ছেড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন