Benefits of alum: মুখে দুর্গন্ধ হচ্ছে? ফিটকিরির গুণেই হবে সমস্যার সমাধান
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৫:৪৭
বাড়িতে খাওয়ার জল পরিস্রুত করার যন্ত্রটি খারাপ হয়ে গেলেই আমাদের মনে পড়ে ফিটকিরির কথা। জলে ফিটকিরি দিলে অনেক ক্ষতিকর জীবাণু দূর হয়। তবে এ ছাড়া বাড়িতে খুব বেশি ফিটকিরির ব্যবহার হয় না বললেই চলে।
কিন্তু এই ফিটকিরি যে রোজের জীবনে আরও নানা কাজে লাগতে পারে, সে কথা জানা আছে কি?মুখের দুর্গন্ধ দূর করতে: মুখে দুর্গন্ধের সমস্যা হয়? ব্যাক্টেরিয়া সংক্রমণের ফলে এমনটা হতে পারে। ফিটকিরি ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকি কমায়। জলে সামান্য নুন মিশিয়ে ফুটিয়ে নিন।
তাতে ফিটকিরি গুঁড়ো করে দিয়ে দিন। জল ঠান্ডা হলে একটি বোতলে ভরে রাখুন। নিয়মিত এই জল দিয়ে কুলকুচি করলে দুর্গন্ধের সমস্যা অনেকটা কমে যাবে।ঘা শুকোতে সাহায্য করে: মুখের ভিতরে কোনও ঘা হলে বেশ বিপাকে পড়তে হয়। এ ক্ষেত্রে ফিটকিরি দিয়েই হতে পারে মুশকিল আসান। একটু জ্বালা করলেও ঘা শুকিয়ে যাবে অল্প সময়েই।