ঈদে সুতিতে স্বস্তি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৫:৩০

ঈদের পোশাক হওয়া চাই আরামদায়ক। রান্না, ঘর গোছানোর পাশাপাশি অতিথি আপ্যায়ন– সব সময়ই আপনি পরতে পারেন সুতির পোশাক। তা হতে পারে সালোয়ার-কামিজ, কাফতান, টপস ইত্যাদি। যেহেতু ঈদ তাই পোশাকে আরামের পাশাপাশি থাকতে পারে ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্টের পোশাক পরতে পারেন ঈদের দিন সকালে। অতিথিদের বাসায় দাওয়াত খেতে গেলে কিংবা বিকেলে বেড়াতে গেলে একটু অভিজাত পোশাক পরতে পারেন। সেই পোশাকেও থাকতে পারে ব্লক কিংবা কারচুপির কাজ।


ডিজাইন ও মোটিফ


ঈদ উপলক্ষে নারীদের জন্য এথনিক, ট্র্যাডিশনাল ও ফিউশনের পাশাপাশি সমকালীন ট্রেন্ড অনুসারে বিভিন্ন ধরনের সুতি শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ নিয়ে এসেছে বিভিন্ন ফ্যাশন হাউস। পোশাকের ডিজাইনে জ্যামিতিক, ফুলেলসহ বিভিন্ন ধরনের মোটিফ ব্যবহার করা হয়েছে। পোশাককে অনন্য করে তোলে প্রিন্ট, এমব্রয়ডারি, মেটালিক হাতের কাজ এবং টাই-ডাই ও কারচুপির কাজ।


লেইস ও টার্সেলের ব্যবহার


এ বছর পোশাক এবং গাউনে লেইস ও টার্সেলের ব্যবহার বেড়েছে। সুতি ও লিনেনের সিঙ্গেল কামিজ ও টপসে লেইসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কামিজ ও ওড়নায় টার্সেলের ব্যবহার পোশাকের সৌন্দর্য বাড়িয়ে তুলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও