ইতিকাফে যেসব কাজ থেকে বিরত থাকা জরুরি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৩:৪৫

রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ করা। রাসুলুল্লাহ (সা.) আমৃত্যু রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। ইতিকাফ হলো জাগতিক সব ব্যস্ততা পেছনে ফেলে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করা। শরিয়ত ইতিকাফ শুদ্ধ হওয়া এবং তার কল্যাণ লাভের জন্য কিছু করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দিয়েছে।


ইতিকাফে যা করণীয়


নিম্নোক্ত কাজগুলো ইতিকাফের সময় করা উত্তম—


১.         সম্ভব হলে মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীতে ইতিকাফ করা।


২.         বেশি বেশি কোরআন তিলাওয়াত করা।


৩.         হাদিসে নববী ও নবীজি (সা.)-এর জীবনী পাঠ করা।


৪.         প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া।


৫.         আলেম হলে সাধারণ ইতিকাফকারীদের দ্বিনি শিক্ষায় সহযোগিতা করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে