কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাহিদ হত্যায় জড়িতদের নাম প্রকাশ: ছাত্রাবাস ছাড়ছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ডেইলি স্টার ঢাকা কলেজ, ঢাকা প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৩:৪৯

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে চিহ্নিত করেছে পুলিশ। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ খবর পাওয়ার পরপরই দলে দলে ছাত্রাবাস ত্যাগ করতে শুরু করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা।


তবে হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই বলে দ্য ডেইলি স্টারের কাছে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।


এর আগে, সংঘর্ষ চলাবস্থায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন এবং তারা ছাত্রাবাসে অবস্থান করেন।


এরপর থেকে সব কিছু ঠিকই ছিল। হঠাৎ নাহিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনের নাম গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই শিক্ষার্থীরা ছাত্রাবাস ছাড়তে শুরু করেন।


ছাত্রাবাস সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে রাতেই ছাত্রাবাস ত্যাগ করে নিরাপদে অবস্থান নিয়েছেন।


তবে ছাত্রাবাস পুরোপুরি খালি হয়ে যায়নি। এখনো অনেক শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও