আমাদের ছবি ভালোবাসা নিয়ে: দেব
টালিউড তারকা দেব-রুক্মিণী কি প্রেমের সাগরে ভাসছেন? এই একটি বিষয় নিয়ে কিছুতেই মুখে খুলছেন না তারা। বাস্তবে যা-ই হোক না-হোক, পর্দায় রুক্মিণীর সঙ্গে প্রেমে ভাসতে আপত্তি নেই দেবের। তাই পর্দায় ষষ্ঠ বারের জন্য জুটি বাঁধলেন তারা। একসঙ্গে পর্দা শেয়ার করলেন রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ।
২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। তার আগে শনিবার এক অনুষ্ঠানে দর্শক-শ্রোতার নানা প্রশ্নের উত্তর দিয়েছেন দেব-রুক্মিণী।
ছবির গল্প প্রথম কার মাথায় এসেছিল? ছবির নাম কেনই বা ‘কিশমিশ’? দেবের জবাব, ছবির গল্পকার পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তিনি গল্পটি নিয়ে আট বছর ধরে ঘুরছিলেন। নতুন বলে প্রযোজক সাহস দেখাননি। ২০১৯ সালে তার কাছে গল্পটি আসে খরাজ মুখোপাধ্যায়ের মাধ্যমে। সেই সময় দেব আর খরাজ ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’র শুটিং করছিলেন হায়দ্রাবাদে। প্রথম দিনেই গল্প শুনে মন ভরে যায় দেবের। তার হাত ধরেই পরিচালনায় এলেন রাহুল।
রুক্মিণী শোনালেন অন্য গল্প। তিনি জানান, দেবের আগেই গল্পটি শুনেছেন ২০১৫ সালে। তখন তিনি শুধুই মডেলিং করেন।
ছবির নাম ‘কিশমিশ’ কেন জানতে চাইলে দেব বলেন, ভালোবাসার ছবি এখন খুব কম। একটি ফর্মুলা হিট হলে বারবার সেই ফর্মুলাতেই ছবি করতে আগ্রহী প্রযোজকরা। সেই ধারা ভাঙতেই প্রেমের এই ছবি।পরিচালকের মতে, প্রেম অনেকটা কিশমিশের মতোই। দেখতে শুকনো কিন্তু খেতে মিষ্টি। তাই এই ছবির নাম ‘কিশমিশ’।