২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৩:২২

বাংলাদেশের অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীর মোবাইলের জন্য বাজেট সাধারণত ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। অনেকেই চায় সামর্থের মধ্যে ভালো মোবাইল কিনতে। বর্তমানে অনেক কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে। দেশের বাজারে স্মার্টফোনের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে অসাধারণ কিছু ফোন অফার করছে শাওমি ও রিয়েলমির মত চাইনিজ স্মার্টফোন নির্মাতাগণ।


২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন যেগুলো ২০২২ সালে পাওয়া যাচ্ছে, সেগুলো হলো:- রিয়েলমি সি৩, ওয়ালটন আরএক্স৮ মিনি, রিয়েলমি ৫আই, রিয়েলমি নারজো ৩০এ, ইনফিনিক্স হট ১০, রিয়েলমি নারজো ২০, টেকনো স্পার্ক ৬, রিয়েলমি নারজো ৫০, টেকনো স্পার্ক ৭ প্রো, শাওমি রেডমি ৯, পোকো এম২, রিয়েলমি ৬আই, স্যামসাং গ্যালাক্সি এম১২, স্যামসাং গ্যালাক্সি এম২১, রিয়েলমি ৭আই, রিয়েলমি ৯আই, শাওমি রেডমি নোট ৯, শাওমি রেডমি নোট ১০।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও