একসঙ্গে আট বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে

এনটিভি ওসমানী স্মৃতি মিলনায়তন প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১৬:৫৫

আগামী ১১ মে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের এই পুরস্কার দেওয়া হবে।


জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।


জাতীয় ক্রীড়া পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন এমন খেলোয়াড় ও সংগঠকদের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়ে থাকে।


শেষবার ২০১৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছিল। সেবার ২০১২ সাল পর্যন্ত পুরস্কার দেওয়া হয়েছিল।


বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখার জন্য ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রবর্তন করা হয়। ছয় বছর নিয়মিত দেওয়ার পর ১৯৮২ সাল থেকে দীর্ঘ দিন স্থগিত ছিল। পরে ১৯৯৬ সাল থেকে আবার এই পুরস্কার দেওয়া শুরু হয়। পুরস্কার প্রাপ্তরা একটি স্বর্ণপদক ও এক লাখ টাকার অর্থ পুরস্কার পেয়ে থাকেন।


পুরস্কারের জন্য মনোনীত ৮৮ জনের মধ্যে ৮ জনকে দেওয়া হবে মরণোত্তর পুরস্কার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও