Optical Illusion: ছবির ধাঁধা: প্রথমে কী দেখছেন এই ছবিতে? সেটাই নাকি বলে দেবে আপনার চরিত্র
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১১:১৮
মাঝেমধ্যেই হরেক রকমের ছবির ধাঁধা ভাইরাল হয় নেট মাধ্যমে। কোনওটি নিছকই মজার, কোনও কোনও ধাঁধা আবার মনের সুপ্ত বৈশিষ্ট্যগুলিকে স্পষ্ট করে দেখিয়ে দেয়। তেমনই একটি ধাঁধা কয়েকদিন ধরে ঝড় তুলেছে নেটাগরিকদের মনে। ধাঁধার ছবিটি আসলে আমেরিকার পিট্সবার্গ চিড়িয়াখানার লোগো।
লোগোটি সাদা প্রেক্ষাপটে কালো রঙে আঁকা একটি ছবি। আর সেই ছবির ভিতরে লুকিয়ে রয়েছে আরও কয়েকটি ছবি। যাঁরা ছবিটি নেটমাধ্যমে শেয়ার করেছেন তাঁদের দাবি, কোনও ব্যক্তি ছবিটিতে প্রথম যে জিনিসটি দেখতে পাবেন তাইই নাকি বলে দেবে তাঁর চরিত্র! উদাহরণ হিসেবে বলা যায়, অনেকেই ছবিতে প্রথমে দেখছেন একটি গাছ। দাবি করা হয়েছে যাঁরা প্রথমে গাছ দেখতে পেয়েছেন তাঁরা যুক্তিবাদী। পাশাপাশি মানসিকতার দিকে থেকেও তাঁরা নাকি অনেক বেশি ইতিবাচক।
- ট্যাগ:
- জটিল
- ধাঁধা
- দৃষ্টিভ্রম