একমণ পেঁয়াজের দামে একজন দিনমজুর!
ফরিদপুরের বিভিন্ন উপজেলায় প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। এক কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। আবার ৫০০ থেকে ৬০০ টাকা দিনভিত্তিক মজুরি দিতে হয় দিনমজুরদের। সঙ্গে তিন বেলা খাবার। তাতে প্রতিটি দিনমজুরের পেছনে প্রতিদিন খরচ অন্তত ৮০০ টাকা। আর বর্তমানে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ৬৫০ থেকে ৭০০ ও ৮০০ টাকায়। সে হিসাবে এক কেজি খাসির মাংস অথবা এক কেজি গরুর মাংস কিংবা একজন দিনমজুরের জন্য এক মণ পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে ভালো ফলন পেলেও ন্যায্যদাম পাচ্ছেন না ফরিদপুরের পেঁয়াজ চাষিরা। পরিশ্রমের ফসল পেঁয়াজ বিক্রি করে খরচের টাকাই উঠছে না তাদের।
জেলার নগরকান্দা ও সালথার মাঝারদিয়া বাজারের পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। প্রতি বিঘায় পেঁয়াজ উৎপাদিত হয়েছে গড়ে ৬৫ মণ করে। প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ হয়েছে এক হাজার টাকা। আর বর্তমানে বিক্রি করতে হচ্ছে ৬৫০ থেকে ৭০০ ও ৮০০ টাকায়।