You have reached your daily news limit

Please log in to continue


অসহ্য গরমে ঘুম ভাঙবে না! এবার মিলছে AC বিছানা

চৈত্রের শেষে হাজির হয়েছে বৈশাখ। এখনও তেমনিভাবে কালবৈশাখী আসেনি দক্ষিণবঙ্গে। এদিকে প্রতিদিনই চড়ছে পারদ। সঙ্গে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে কলকাতা সংলগ্ন দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় প্যাচপ্যাচে গরম। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে চলছে দাবদাহ। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে গরমের প্রভাবে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছেন। অনেকেই নিজের ঘরে একটি এয়ার কন্ডিশনার লাগিয়ে নিচ্ছেন। কেউ লাগাচ্ছেন উইন্ডো AC তো কেউ লাগাচ্ছেন স্প্লিট AC। উইন্ডো AC বাড়ির যে কোন জানালায় লাগিয়ে নেওয়া সম্ভব। অন্যদিকে স্প্লিট AC ঘরের দেওয়ালে টাঙিয়ে লাগানো হয়। তবে সেই ক্ষেত্রে কুলিং ইউনিট ঘরে বাইরে ইনস্টল করতে হয়। দুই ধরনের AC ব্যবহার করে দ্রুত ঘর ঠান্ডা করে নেওয়া সম্ভব। তবে স্প্লিট AC -র থেকে উইন্ডো Ac লাগানোর খরচ কিছুটা কম। কিন্তু অনেকেই ঘরে AC লাগাতে বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে থাকেন।

তাদের জন্য এই প্রতিবেদনে একটি বিশেষ মিনি এয়ার কন্ডিশনারের কথা বলা হবে যা আপনি বিছানায় ম্যাট্রেসে লাগিয়ে নিতে পারবেন। যা শোয়ার সঙ্গে সঙ্গে আপনার বিছানা ঠান্ডা করে দেবে। অনেকেই এখনও দুর্দান্ত এই প্রোডাক্ট সম্পর্কে অবগত নন। বিস্তারে এই ডিভাইস সম্পর্কে জেনে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন