কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফিরে আসুক মাঠের ছাত্র রাজনীতি

বাংলা ট্রিবিউন লীনা পারভীন প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ১৯:৩৮

এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস মানেই ছাত্রদের রাজনৈতিক লড়াই সংগ্রামের ইতিহাস। ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এমন রাজনৈতিক অনেক আন্দোলনের ঘটনা আমরা ইতিহাসে পড়েছি, যার নেতৃত্বে ছিল ছাত্ররা। ব্রিটিশবিরোধী আন্দোলনের ঘটনা যদি কাউকে মনে করতে বলে তাহলে যে নামগুলো চিন্তা ছাড়াই উচ্চারিত হবে তাঁর সবকটিই হয়তো আসবে সে সময়কার ছাত্রনেতাদের। ভারত ভাগ হলো। সৃষ্টি হলো ভারত পাকিস্তানের ইতিহাস। সেখান থেকে দুই পাকিস্তানের সৃষ্টি। কাগজে কলমে পূর্ব পাকিস্তান বলা হলেও মূলত আমাদের এই দেশ পরিচিত ছিল বাংলাদেশ হিসেবেই। পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ প্রথমে এসেছিল ছাত্রদের মধ্য থেকেই। ভাষা আন্দোলনের ইতিহাস মানেই ছাত্রদের রাজনৈতিক প্রতিদান। সেই আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম। সংকটের মধ্যের পড়া এই বাংলাদেশকে বারবার রক্ষা করেছে এই অঞ্চলের ছাত্ররাই।


অথচ সেই ঐতিহ্য এখন নিজেই সংকটের মুখে। হারিয়ে যেতে বসেছে আমাদের ছাত্রদের রাজনৈতিক আন্দোলনের ঘটনা। কবে কখন কেমন করে ছাত্র রাজনীতি নিয়ে লিখতে গেলেই সকল ঘটনাই আসে অতীত হয়ে এ এক বিস্ময়। সমসাময়িক সময়ে ২০১৩ সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের বাইরে আর কোনও ঘটনাই উদাহরণ তৈরি করতে পারেনি। একটা বিরাট প্রজন্ম তৈরি হয়েছে এই রাজনৈতিক আন্দোলন সংগ্রামের আবহের বাইরে। তারা জানেও না এই অঞ্চলে একটা সময় শিক্ষা প্রতিষ্ঠানে বেতন বৈষম্যের বিরুদ্ধে মিছিল হতো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে রুখে দিতে রাজপথে নামতো আমাদের ছাত্ররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও