মধ্যবিত্তের ভরসা বায়তুল মোকাররমের পাঞ্জাবি
ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আশপাশের ফুটপাতের কাপড়ের বাজার। বিশেষ করে ছুটির দিন হওয়ায় শুক্রবার এই এলাকার ফুটপাতের দোকানগুলোতে নিম্ন ও মধ্যবিত্তদের সমাগম বাড়ে। এ এলাকার ফুটপাতের দোকানে কম দামে তুলনামূলক ভালো মানের কাপড় পাওয়া যায়। ফলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেকেই এখানে পোশাক কিনতে আসেন। তবে বিক্রেতারা বলছেন, আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না তারা। এ বছর কাপড়ের দাম বাড়ায় বিক্রি কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার (২২ এপ্রিল) বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে গিয়ে দেখা যায়, হরেক রকমের এবং নানা রঙের পাঞ্জাবি কেউ এলোমেলোভাবে আবার কেউ সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এখানে প্যান্ট, গেঞ্জিসহ নানা ধরনের পোশাক পাওয়া গেলেও ঈদের আগে মূলত চাহিদা বাড়ে পাঞ্জাবির।