ইফতারি খেয়ে বিচারকসহ ১৮ জন অসুস্থ, রেস্তোরাঁমালিকসহ তিনজন গ্রেপ্তার
পাবনা জেলা শহরের একটি রেস্তোরাঁর ইফতারি খেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৯ বিচারক ও তাঁদের পরিবারের সদস্যরা অসুস্থ হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই রেস্তোরাঁর মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গতকাল বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মনিরুল ইসলাম বাদী হয়ে নিরাপদ খাদ্য আইনে একটি মামলা করেন।
গত বুধবার সন্ধ্যায় বিচারকদের একটি অনুষ্ঠানে ‘কাশমেরী’ নামের শহরের একটি রেস্তোরাঁর ইফতারি সরবরাহ করা হয়। ওই ইফতারি খেয়ে একে একে অতিথিদের ১৮ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।