কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মীরা ছবি দেখে কেঁদে ছিল

প্রথম আলো মুম্বাই প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ১১:৩১

একাধিকবার বদলেছে ‘জার্সি’ ছবির মুক্তির দিন। আর তাই একটু হতাশই ছিলেন এই ছবির নায়ক শহীদ কাপুর। আজ শুক্রবার মুক্তি পাবে সুপারহিট তেলেগু ছবির হিন্দি রিমেক এই ছবিটি। তেলেগু ছবির নামও ছিল ‘জার্সি’।


মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে শহীদ কাপুরের সঙ্গে এক সাক্ষাৎকারের শুরুতেই উঠে আসে ছবি মুক্তির প্রসঙ্গ।



বাংলাদেশের প্রথম আলো ছাড়াও ভারতের আরও কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারের শুরু স্বস্তির নিশ্বাস ছেড়ে শহীদ বলেন, ‘অবশেষে “জার্সি” মুক্তি পাচ্ছে। অপেক্ষায় থাকতে এত কষ্ট হচ্ছিল যে শুটিংয়ের সময় ঠোঁট ফেটে সেলাই পড়লেও এত কষ্ট হয়নি। এমনকি সেলাই পড়েছিল।’
ছবির নাম ‘জার্সি’। তাই উঠে এল তাঁর প্রিয় জার্সির কথা। শহীদ এ ব্যাপারে বলেন, ‘আমি স্কুলের ক্রিকেট দলের হয়ে যখন ম্যাচ খেলতাম, আমার কাছে তখন কোনো জার্সি ছিল না। তবে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দলের অনুকরণে বানানো বিশেষ এক জার্সি আছে আমার কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও