সুগন্ধি চালের দাম বেড়েছে
প্রথম আলো
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ১০:০৭
ঈদের ১০ দিন আগেই রাজধানীর বিভিন্ন বাজারে সুগন্ধি চালের (চিনিগুঁড়া ও বাংলামতী) দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। অথচ বাজারে সুগন্ধি চালের সরবরাহে ঘাটতি নেই। এরপরও কেন দাম বাড়ল, তার কোনো যৌক্তিক কারণ বলতে পারেননি চাল ব্যবসায়ীরা, বরং তাঁদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল, সেটি হচ্ছে প্রতিবার ঈদের আগে চিনিগুঁড়া ও বাংলামতী চালের দাম বাড়ে। ফলে নিয়মের ব্যতিক্রম কিছু হয়নি!
সুগন্ধি চালের দাম নিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার, তেজতুরী বাজার ও কারওয়ান বাজারের নয়জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, পাইকারি ব্যবসায়ীরা সুগন্ধি চালে বস্তাপ্রতি (৫০ কেজি) ১০০-১৫০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন। যে কারণে খুচরা ব্যবসায়ীরাও দাম বেশি নিচ্ছেন।