জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত

সমকাল বদিউল আলম মজুমদার প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৯:২৩

জেলা পরিষদ আইন, ২০০০ সংশোধন করে গত ৬ এপ্রিল সরকার তাতে প্রশাসক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করে। এই বিধান অনুযায়ী নির্বাচিত জেলা পরিষদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে সরকারকে সর্বোচ্চ ১৮০ দিনের জন্য অনির্বাচিত প্রশাসক নিয়োগের ক্ষমতা প্রদান করা হয়েছে


। এই ক্ষমতা প্রয়োগ করে প্রশাসক নিয়োগ না করা পর্যন্ত পরিষদের প্রধান নির্বাহীকে সাময়িকভাবে দায়িত্ব পালনের ক্ষমতা দিয়ে ১৭ এপ্রিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে।


এভাবে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নানা প্রশ্নের উদ্রেক করছে। এর মাধ্যমে সরকার পছন্দের ব্যক্তিদের জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে, যদিও বিলুপ্ত পরিষদের বিদায়ী চেয়ারম্যানরাও সরকারদলীয়। তবে সব জেলা পরিষদে এভাবে প্রশাসক নিয়োগ সংবিধানের ওপর একটি নগ্ন হামলা বলে আমরা মনে করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও