ইউক্রেনে ২,৩৪৫ বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার বেসামরিক মানুষ নিহত এবং প্রায় তিন হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) তথ্য অনুযায়ী, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে গত ২১ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই গোলার আঘাত ও বিমান হামলায় নিহত হন।
জাতিসংঘ পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এ হিসাব দেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা বেশি বলেই ধারণা। খবর বিবিসির।