সোহানের সেঞ্চুরিতে ডিপিএল চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে ইমরুলরা
মুকিদুল ইসলাম মুগ্ধকে মিড অন দিয়ে উড়িয়ে নুরুল হাসান সোহান যেন নিজেই উড়ে যেতে চাইলেন। কয়েক পা এগিয়ে মুঠো পাকিয়ে অদৃশ্য এক ঘুষি দিলেন বাতাসে। স্বস্তির নিঃশ্বাস সোহানের, তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও বৈকি! ইনিংসের ৪৯তম ওভারে যে ২৬ রান নিয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান! এই জয় শিরোপার আরও কাছে নিয়ে গেছে ইমরুল কায়েসের দলকে। বিপিএলের পর ডিপিএল শিরোপা থেকে এক জয়ের দূরত্বে আছেন অধিনায়ক ইমরুল।
জয়ের জন্য শেখ জামালের প্রয়োজন ছিল ২৪৮ রান। ৮১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে শেখ জামাল। তখন মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলের হাল ধরেন সোহান। অনবদ্য ব্যাটিংয়ে দলের রান সচল রাখেন। ৬৫ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন তিনি। পরে সেটি রূপ দেন তিন অঙ্কে। ১০৯ বলে ম্যাজিক ফিগার ছুঁয়ে অপরাজিত থাকেন ১৩২ রানে। ১১৮ বলের ইনিংসটি সাজান ১০টি চার আর ৫টি ছয়ের মারে। সঙ্গে মিরাজ করেন ৪৩ রান।