![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252Ffcf713bd-c6db-4e9a-ad40-789c3224c286%252FVeem_.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সারা বিশ্বের সিনেমাকে পেছনে ফেলা সেই ‘জয় ভীম’কে কি ছাড়াতে পেরেছে ‘কেজিএফ’
গত বছর নভেম্বরে ওটিটিতে মুক্তি পায় তামিল সিনেমা ‘জয় ভীম।’ অল্প সময়েই সিনেমাটি সারা বিশ্বের বাঘা নির্মাতাদের সিনেমাকে পেছনে ফেলে টপকে যায়।
মুক্তির পরেই সিনেমাটি উঠে আসে চলচ্চিত্রবিষয়ক অনলাইন তথ্যভান্ডার, ইন্টারনেট মুভি ডেটাবেইসের (আইএমডিবি) শীর্ষে। সেই সময় ‘শশাঙ্ক রিডাম্পশন’, ‘গডফাদার’ সিনেমাগুলোকে পেছনে ফেলে তাক লাগিয়ে ছিল ‘জয় ভীম’। এ সিনেমাকে কি ছাড়িয়ে যেতে পেরেছে সম্প্রতি আলোচিত ‘কেজিএফ-২।’
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- তামিল সিনেমা
- বক্স অফিস