কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রাথমিক সমাপনী হবে? জানাতে আরও সময় চান প্রতিমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১৭:২১

চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিইসি হবে কি হবে না, সে সিদ্ধান্ত জানাতে সরকার আরেকটু সময় নিতে চায় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।


কোভিড মহামারীতে গত দুই বছরের বেশিরভাগ সময় শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকায় এখন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘ঘাটতি' পূরণ করে তবেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, “প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণে আর একটু টাইম নিই। আমরা ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাব।"


কোভিড মহামারীর কারণে ২০২০ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া যায়নি। মহামারীর প্রকোপ কিছুটা কমায় ২০২১ সালের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে সরাসরি ক্লাস শুরুর আগে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা হলেও পরবর্তীতে সেটি বাতিল হয়। সমাপনী পরীক্ষার পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়। 


জাকির হোসেন বলেন, “সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে হয়, আমরা ২-৩ মাস আগে জানাব। এখনই জানালে কোচিং সেন্টার সব লাইন ধরবে।"


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও