এক মানুষের তিন বয়স যে দেশে
কালের কণ্ঠ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১৪:০৮
‘আপনার বয়স কত’—এটি মোটের ওপর একটি সোজাসাপ্টা প্রশ্ন। কিন্তু দক্ষিণ কোরিয়ার মানুষের জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া তত সহজ নয়!
দক্ষিণ কোরিয়ায় প্রথাগতভাবে জন্ম নেওয়ার পরপরই একটি শিশুকে এক বছর বয়সী হিসেবে ধরা হয়। পরের নববর্ষের দিন তার বয়সে যোগ হয় আরো একটি বছর। এর অর্থ হলো, ডিসেম্বরে জন্ম নেওয়া একটি শিশু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দুই বছর বয়সী বলে বিবেচিত হবে!
বয়স নির্ধারণে কোরিয়ার এই প্রথাগত পদ্ধতি শিগগিরই পরিবর্তিত হতে পারে।