![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F8fb5c94b-7e03-44a4-aff0-ee842b2db3f4%252FWhatsApp_Image_2022_04_20_at_6_18_59_PM.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
বিচার চান না নাহিদের মা
প্রথম আলো
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ২২:৫২
গতকাল মঙ্গলবার দিনের বেলায়ও ছয়জনের পরিবার ছিল নার্গিস বেগমের। আজ বুধবার সেই পরিবার পাঁচজনের। নাই হয়ে গেছেন নাহিদ হোসেন। ২০ বছর বয়সী এই ছেলের রোজগার দিয়ে চলত সংসারটি। পরিবারটির কাছে শোকের পাশাপাশি এখন বড় প্রশ্ন, সংসার চলবে কীভাবে। এ হত্যার বিচার চান না তাঁরা। কারণ, মামলা চালানোর টাকা তাঁদের নেই।
গতকাল রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় মারা যান নাহিদ। তিনি ডি-লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসের ‘ডেলিভারিম্যান’ ছিলেন। নাহিদের বাসা রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেটের মেম্বার গলিতে।ওই দিন সকাল ১০টায় কর্মস্থলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। দুপুরে নিউমার্কেট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মাথায় আঘাত পান নাহিদ। রাতে তাঁর মৃত্যু হয়।