![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftar-20220420221011.jpg)
বিদ্যুৎ অফিসের ভুলে দগ্ধ হয়ে তারে ঝুলছিল শ্রমিক
মাদারীপুরের ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিং স্টেশনে নতুন গ্যাস স্টেশনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবুল হাসান নামের এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) দুপুরে কালকিনি উপজেলার শিমুল-পলাশ মার্কেটের সামনে ঘটে। পল্লিবিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্র জানায়, কালকিনির ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিং স্টেশনের গ্যাস স্টেশনে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লিবিদ্যুৎ অফিস বরাবর আবেদন করা হয়। নতুন সংযোগ অনুমোদন হয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খুঁটি ও তার লাগানো শেষ হয়। পরে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লিবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে জানানো হয় লাইন বন্ধ আছে, আপনারা কাজ করতে পারেন।