ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক রাত সাড়ে ১০টায়

বাংলা ট্রিবিউন ঢাকা কলেজ, ঢাকা প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ২২:১০

রাজধানীর নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বুধবার (২০ এপ্রিল) রাত ৯টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও এখনও বৈঠক শুরুই হয়নি। নিরপেক্ষ স্থান নির্ধারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নির্ধারণ করতে না পারায় বৈঠকের সময় পিছিয়ে রাত ১০টায় নির্ধারণ করা হয়েছে।


বুধবার রাতে সাড়ে ৯টায় ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অপেক্ষা করছি। নিরপেক্ষ স্থান নির্ধারণ না হওয়া এবং ব্যবসায়ীদের দাবি উত্থাপনের বিষয়গুলো সম্পন্ন করে গুছিয়ে উঠতে না পারায় বৈঠকের সময় পিছিয়ে সাড়ে ১০টায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছাত্রদের সংবাদ সম্মেলন শেষ হলে তিন ছাত্র প্রতিনিধি, কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা মিলে বৈঠক অনুষ্ঠিত হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও