You have reached your daily news limit

Please log in to continue


বলিউডের ইফতার অনুষ্ঠানে তাঁরা

দুই বছর পর ফিরল সেই চেনা ধুমধাম। বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে চাঁদের হাট বসাল বলিউড। মুম্বাইয়ের তাজ ল্যান্ড হোটেলে শাহরুখ, সালমান তো বটেই, সঞ্জয় দত্ত, রাকুল প্রীত সিং, সদ্য মিস ইউনিভার্সজয়ী হরনাজ সিং সান্ধু, কে ছিলেন না সেই পার্টিতে!

সালমানের বোন অর্পিতা ও তাঁর স্বামী আয়ুষও এসেছিলেন পার্টিতে। কলকাতা থেকে ঋতাভরী চক্রবর্তীকেও দেখা গেছে বাবা সিদ্দিকির পার্টির বিশেষ অতিথি হিসেবে। কালো পাঠানি পোশাকে বরাবরের মতোই ঝকঝকে কিং খানের উপস্থিতি। সালমান পরেছিলেন সাধারণ কালো শার্ট। শিল্পা শেঠি, রাজ কুন্দ্রাকেও পার্টিতে দেখা গেছে।

ছিলেন রাকুল প্রীত সিং, হিনা খান, বর্ষীয়ান অভিনেত্রী ভাগ্যশ্রী, তামান্না ভাটিয়া, উর্বশী রাওটেলা, এষা গুপ্তা প্রমুখ। বরাবরের মতো চেনা ছন্দে, বিপুল জাঁকজমকে জমে উঠল বাবা সিদ্দিকির ইফতার পার্টি। বাবা সিদ্দিকি সবকিছু নিজে দাঁড়িয়ে থেকে তদারক করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন