![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F04%252F19%252Fbef1cc1028f7270db5185cf22b8ad57f-5cb930a0c8939.png%3Frect%3D0%252C0%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
‘কোহলিরই এ মুহূর্তে বিশ্রাম সবচেয়ে বেশি প্রয়োজন’
প্রথম আলো
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ২০:২৫
এমন ফর্মে বিরাট কোহলিকে আগে দেখা গেছে কি না, মনে করা কঠিন। ব্যাট হাতে নিজেকে যে উচ্চতায় তিনি নিয়ে গেছেন, এর ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না বর্তমান পারফরম্যান্সে। তবে কি কোহলি হারিয়ে যেতে বসেছেন? তাঁর সর্বোচ্চটা দিয়ে ফেলেছেন এরই মধ্য, নতুন করে কিছুই দেওয়ার নেই? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
মঙ্গলবার আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে প্রথম বলেই ফিরেছেন কোহলি। দুষ্মন্ত চামিরার বলটা যে খুব কঠিন ছিল বলা যাবে না। অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের ডেলিভারি। শরীরটা বলের কাছে না নিয়ে চালিয়ে দিলেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট দীপক হুদার তালুবন্দী হয়ে ফিরতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকাকে।