পেট ফাঁপা, গ্যাসের সমস্যা? দ্রুত মুক্তি পান এই সহজ উপায়ে
eisamay.com
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৯:৪২
পড়েছে অত্যধিক গরম। এই পরিস্থিতিতে প্রতিটি মানুষকে অবশ্যই থাকতে হবে সতর্ক। কারণ এই সময়ে একটু সচেতন না থাকতে পারলে দেখা দিতে পারে অনেক গুরুতর সমস্যা।
আসলে এখনকার দিনে বহু মানুষই পেটের সমস্যায় (Stomach Problem) ভোগেন। এবার পেটের নানা বিধ সমস্যার মধ্যে পেট ফাঁপা (Bloating) থাকার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষত, বাঙালিদের মধ্যে পেট ফাঁপার সমস্যা থাকে সবথেকে বেশি। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়গুলি নিয়ে থাকতে হবে সতর্ক।
পেট ফেঁপে থাকার অর্থ হল অন্ত্র ও পেটে জমেছে গ্যাস (Stomach Gas)। এবার এই সমস্যা নানা কারণে হতে পারে। এক্ষেত্রে বাইরের তেল ভাজাভুজি খাওয়া সহ মদ্যপান, ধূমপানের মতো কারণে এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্য, বদহজমের সমস্যা থাকলেও এই রোগ হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- পেট ফাঁপা
- পেট ফাঁপা রোধ