রেসলিং দেখতে এসে যুবতী ঢুকে গেলেন রিংয়ের ভিতরে! ভাইরাল তাঁর কিল, থাপ্পড়ের ভিডিয়ো

eisamay.com প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৭:৪২

The Great Khali কে মনে আছে তো। কিন্তু, এবার তাঁর কোনও ভিডিয়ো ভাইরাল হয়নি। এবার তাঁর শেয়ার করা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, একটি রেসলিং ম্যাচ চলছে দুই মহিলার মধ্যে। চারিদিকে প্রচুর দর্শক। এর মধ্যেই আচমকা এক যুবতী দর্শকের আসন ছেড়ে রেলিং টপকে ঢুকে যায় রেসলিংয়ের রিংয়ের মধ্যে। এরপর ওই যুবতীকে অনেক থামানোর চেষ্টা করেন দু'জন রেফারি। কিন্তু, ওই যুবতী সেই ম্যাচের দুই মহিলাকে মারতে শুরু করেন কিল এবং থাপ্পড়। ওই যুবতী এমন ভাবে তাদের মারা শুরু করেন, যা দেখে সবাই চমকে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো শেয়ার করেছে জনপ্রিয় ভারতীয় রেসলার The Great Khali। তাঁর ইন্সটাগ্রামের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো। The Great Khali অর্থাৎ কুস্তিগির দলীপ সিং রানা নিজস্ব রেসলিং অ্যাকাডেমি চালান। তিনি প্রতিদিন তাঁর অ্যাকাডেমির অনেক ভিডিয়ো শেয়ার করে থাকেন। সেই ভিডিয়োগুলিতে কুস্তিগীরদের একে অপরের সঙ্গে লড়াই করতে দেখা যায়। এবার তিনি শেয়ার করলেন এক যুবতীর ভিডিয়ো। তিনিও কুস্তিগিরদের থেকে কোনও অংশে কম যান না। ওই যুবতী আচমকা রিংয়ের ভিতরে ঢুকে স্বমহিমায় মারতে থাকেন কিল, চড়, ঘুষি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর ভিডিয়ো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে